আমরা অনেকেই ২/৪ টা Website Brows করে কিছু সাইটের মেম্বার হয়ে বা একাইন্ট করে ভাবি যে আমরা ইন্টারনেটের আনেক কিছু যেনে ফেলেছি ,কিন্তু আসলে আমাদের ধারনা ভূল ফেসবুক ,গুগল প্লাস,টুইটার , এ্যামাজান,ই-বে সব মিলিয়ে Web Browser এবং সার্চ ইঞ্জিন গুলোর মাধ্যমে আমরা যত Website Access করতে পারি তা সম্পুর্ন ইন্টারনেট জগতের উপরিভাগে ভেসে থাকা সামান্য একটা অংশ ,যার থেকে সম্পুর্ন ইন্টারনেট জগত্টা 500 গুন বেশি বা বড় যা কিনা সাধারন ইন্টারনেট ব্যাবহারকারিদের অজানাই থেকে যায় , সার্চ ইঞ্জিন গুলো যেমন গুগল 16% এর বেশি indexes করতে পারে না আর একজন সাধারন ইন্টারনেট ব্যাবহারকারি ৪% থেকে 10% ই কল করতে বা ব্যাবহার করতে পারে , বাকি সবই থেকে যায় অজানা যা কিনা Deep Web বা Dark Web নামে পরিচিত , আর এই ডিপ ওয়েবের সবই থাকে Password Protected এবং বিশেষ টুলস বা সফ্টয়ার ছারা Access ও করা যায় না , তেমনি একটি হলো The Onion Router বা (Tor) আর এই Tor Network বা ইন্টারনেট ব্যাবহার করতে গেলে আপনাকে অবশ্যই টর ব্রাউজার বা টর এ্যাপস Download করে নিতে হবে , টর সম্পর্কে আরো বেশি জানতে এবং টর বান্ডেল Download করতে Download Link টিতে ক্লিক করুন তবে যারা Download করবেন তাদের বলছি টর বান্ডেলটি Download করতে হলে আপনার কম্পিউটারে যদি কোন ইন্টারনেট সিকিউরিটি ইন্সটল করা থাকে সেটাকে Deactivate করে নিতে হবে, আর টর নেটওয়ার্কে কোথাও আপনি আপনার ব্যাক্তিগত কোন তথ্য দিবেন না । আজ এ পর্যন্তই আগামি পর্বে আমরা আলোচনা করবো এই টর নেটওয়ার্ক এর সুবিধা অসুবিধা আর কেন বা কারা ব্যাবহার করে এই নেটওয়ার্ক।
ইন্টারনেটের অজানা জগত্

16
Feb