আপনার ইন্টারনেটের নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করুন ।

রাত হলে মানুষ এক সময় হাঁরিকেন জালিয়ে আলোর ব্যাবস্থা করতো,গরম লাগলে তাল পাখা দিয়ে বাতাস করতো কিন্তু পরিবর্তনের সাথে সাথে আপনি এখন আর হারিকেন বা তাল পাখা খুজেই পাবেন না ওগুলো এখন ইতিহাস বা রুপকথার গল্প হতে চলেছে কারন এখন ঘরে ঢুকলেই অটোমেটিক লাইট জ্বলে ইঠছে চালু হয়ে জাচ্ছে এ সি । ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটার টি অন করে বা টেলিভিশন টি অন করে পছন্দের একটি গান শুনছেন আর কাজ করছেন হঠাৎ লোডসেডিং ভাবুন তখন আপনার কেমন লাগবে মনে হবে বিদ্যুৎ ছাড়া বেঁচে থাকাই বুঝি কষ্টসাধ্য ব্যাপার, ঠিক এ ধরনের-ই আর একটি জিনিস ও আমাদের দেইনন্দিন জীবনের সাথে মিসে জেতে চলেছে আর তা হলো ইন্টারনেট ব্যাক্তিগত জীবনে বলেন আর আফিসিয়াল বলেন প্রত্যেকটি ক্ষেত্রেই দেখবেন যদি কোন ভাবে ইন্টারনেট না থকে তাহলে আপনার সকল কার্জক্রম বন্ধ হয়ে থাকে আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই অতোপ্রত ভাবে জড়িয়ে আছে এই ইন্টারনেট আর জেহেতু আমাদের জীবনের সকল কার্জক্রমে এই ইন্টারনেটের হস্তক্ষেপ রয়েছে তাই এর নিরাপত্তার বিষয় টি ও উঠে আসে, বিসয় টি যদি এমন করে বলি যে আমাদের জীবনের সকল কার্জক্রম আমাদের ব্যাক্তিগত বা ব্যাবসায়িক তথ্য-উপাত্তের মধ্যেই আমাদের অস্তিত্ব আর এই অস্তিত্ব-কে অন্যের হাত থেকে রক্ষা করা বা কোন ভাবে নষ্ট হয়ার হাত থেকে রক্ষ করাই ইন্টারনেট সিকিউরিটি, আপনি আপনার ইন্টারনেট যতো বেশি সিকিউর করবেন আপনার তথ্য ততবেশি নিরাপদে থাকবে তাই যতো বেশি সম্ভব আপনার ইন্টারনেট সিকিউর করে রাখুন