আসলে আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্রতিস্ঠানের জন্য আপনার ভাচুয়াল আটি সার্ভিসের নির্ধারিত ফর্ম ফিলাপের মাধ্যমে আপনার আই টি বিভাগ কনফিগারে পর ১-২৪ ঘন্টার মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবং পরবর্তি কার্জ সম্পর্কে আপনাদের জানিয়ে দৌয়া হবে
এক কথায় আপনার সকল প্রকার আই টি চাহিদাই পূরন করবে টেকওয়েভ ভার্চুয়াল আই টি
অবশ্যই আপনি যে কোনো সময় আপনি সার্ভিস ক্যানসেল করতে পারবেন।
আমাদের দেশে বেশিরভাগ প্রতিষ্ঠান গুলোতেই এখন প্রযুক্তির ব্যবহার দেখা যায় এমনকি অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো কোন আই টি রিলেটেড কোম্পানি না হয়েও তাদের সকল কর্মকান্ড প্রযুক্তি নির্ভর আর তাদের প্রতিষ্ঠান গুলোতে প্রজুক্তিগত কোন ত্রুটি দেখা দিলে তাদের পড়তে হয় চরম দুর্ভগে, বন্ধ হওয়ার উপক্রম হয় তাদের প্রাতিষ্ঠানিক সকল কর্মকান্ড, আর সেই সকল প্রতিষ্ঠান গুলোকে প্রজুক্তিগত সার্বিক সহযোগিতার জন্যই আমাদের এই প্রচেস্টা আমরা প্রতিষ্ঠান গুলোতে মাসিক বা বাৎসরিক চুক্তিতে কাজ করছি যে সকল প্রতিষ্ঠানে কোন আই টি কর্মি নাই তাদের জন্যই আমাদের এই “ভার্চুয়াল আইটি বিভাগ ” দেখুন এমন আনেক স্কুল, কলেজ ,ছোট বড় সরকারি বা বে-সরকারি প্রতিষ্ঠান বা ব্যাবসা প্রতিষ্ঠান আছে যেখানে ৪/৫ টি কম্পিউটার বা ৩/৪ টা সি সি ক্যামেরা আছে তো তার জন্যে পারমানেন্ট একজন বা দুজন আইটি কর্মী রাখা সত্যিই ব্যয় বহুল কারন সব সময় তাদের আই টি কর্মির কাজ ও থাকে না তো তারা আমাদের সার্ভিস টি নিতে পারেন আবার এমন কিছু প্রতিষ্ঠান আছে যাদের বছরের কয়েক মাস আই টি কাজের প্রয়োজন পরে ,তারাও আমাদের সার্ভিস টি নিতে পারেন আর মাঝারি বা বড় প্রকিষ্ঠান গুলোও আমাদের সার্ভিস টি নিতে পারেন দেখুন একজন পারমানেন্ট আই টি কর্মির পেছনে বেতন বোনাস ও অন্যান্ন চার্জ মিলিয়ে আপনি যে পরিমান অর্থ খরচ করেন আমাদের সার্ভিস নিলে তা অনেকাংশেই কমে যায় এছারাও মনে করুন আপনার প্রতিষ্ঠানে দুজন আই টি কর্মি আছে কিন্তু আপনার এমন একটি কাজের প্রয়োজন পরল যা দু-জনের এক জনও জানেন না তখন আপনার প্রয়োজন পরে অন্য আই টি প্রতিষ্ঠানের, বা মনে করুন আপনার দু-জন আই টি কর্মি -ই কোন না কোন কাজে ব্যাস্ত তখনও আপনি আপেক্ষা করতে থাকেন কিন্তু আমাদের সার্ভিসটির বেলাতে তেমটি ঘটে না কারন টেকওয়েভ মানে কোন একজন বা দুইজন ব্যাক্তি নয় একটি টিম আপনি আপনার আই টি বিভাগ হিসেবে যুক্ত হচ্ছেন একটি টিমের সাথে, সুতরাং অনলাইনে করা যায় এমন কাজের জন্য আপনার ৩০ সেকেন্ড ও আপেক্ষা করতে হবে না, আর কোন কাজের জন্য অন্য কোন আই টি প্রতিষ্ঠানের কাছে শরণাপন্ন ও হতে হবে না, তো এবার ভেবে দেখুন কেনো আপনি আপনার আই টি বিভাগ হিসেবে আমাদের “ভার্চুয়াল আইটি বিভাগ”বেছে নিবেন না।